menu-iconlogo
huatong
huatong
avatar

এ জীবন তোমাকে দিলাম

Kumar Sanuhuatong
rdz_1088huatong
เนื้อเพลง
บันทึก
এ জীবন তোমাকে দিলাম বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

সুখের চেয়েও সুখ,তুমি যে আমার

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

এ জীবন তোমাকে দিলাম বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি

আরো চাওয়া আরো পাওয়া,রয়েছে বাকি..

তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি

মরণ হলেও যেন,তোমারি থাকি..

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি

মন বলে তুমি যে তার চেয়ে দামি

তুমি ধরা দিয়েছ,কাছে টেনে নিয়েছ

নতুন জীবন যেনো পেয়েছি আমি

সুখের চেয়েও সুখ,তুমি যে আমার

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

এ জীবন তোমাকে দিলাম বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

เพิ่มเติมจาก Kumar Sanu

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

এ জীবন তোমাকে দিলাম โดย Kumar Sanu – เนื้อเพลง & คัฟเวอร์