menu-iconlogo
huatong
huatong
avatar

Short তুমি কার পোষা পাখি

Kure Ghorhuatong
pistolademelhuatong
เนื้อเพลง
บันทึก

️ ️ ️ ️ ️

তুমি কার পোষা পাখি

তুমি কার পোষা পাখি

কাজল বরন আঁখি

কার পোষা পাখি

কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

ও আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি

এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি

আরে আপন করে রেখেছি

জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি

দেখতাম না আর তোর ঐ মায়া মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

Thank you

เพิ่มเติมจาก Kure Ghor

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ