menu-iconlogo
huatong
huatong
lagnajita-chakraborty-hridoyer-rong-cover-image

Hridoyer Rong

Lagnajita Chakrabortyhuatong
steveknndhuatong
เนื้อเพลง
บันทึก
ওরা মনের গোপন চেনে না..

ওরা হৃদয়ের রং জানে না...

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে

কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে

ওরা মনের গোপন চেনে না..

ওরা হৃদয়ের রং জানে না..

তুমি চিরদিন..ভিষণ কঠিন

তোমার ঘর ভেসে যায়

ওরা মুখ দেখে বুঝতে পারে না

তুমি চিরদিন..ভিষণ কঠিন

তোমার ঘর ভেসে যায়

ওরা মুখ দেখে বুঝতে পারে না

ওরা এ মন কেমন বোঝে না

ওরা আসল কারণ খোঁজে না

তুমি চিরকাল..স্বপ্নে মাতাল

হেটে সারাজীবন ধরে

ঝড় বৃষ্টি মাথায় করে

ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে

কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে

ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

ধন্যবাদ

เพิ่มเติมจาก Lagnajita Chakraborty

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ