menu-iconlogo
huatong
huatong
avatar

Hare Re Re Re

Lopamudra Mitrahuatong
tanujasinghhuatong
เนื้อเพลง
บันทึก
হারে রে রে রে রে,

আমায় ছেড়ে দে রে, দে রে

যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে

হারে রে রে রে রে,

আমায় ছেড়ে দে রে, দে রে

ঘনশ্রাবণধারা

যেমন বাঁধনহারা,

ঘনশ্রাবণধারা

যেমন বাঁধনহারা,

বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে

হারে রে রে রে রে,

আমায় ছেড়ে দে রে, দে রে

দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,

হারে রে রে রে রে,

আমায় রাখবে ধ'রে কে রে

বজ্র যেমন বেগে

গর্জে ঝড়ের মেঘে,

বজ্র যেমন বেগে

গর্জে ঝড়ের মেঘে

অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে

হারে রে রে রে রে,

আমায় ছেড়ে দে রে, দে রে

যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে

হারে রে রে রে রে,

আমায় ছেড়ে দে রে, দে রে

เพิ่มเติมจาก Lopamudra Mitra

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ