menu-iconlogo
huatong
huatong
avatar

ঘুমন্ত শহরে

LRBhuatong
sambrucehuatong
เนื้อเพลง
บันทึก
ঘুমন্ত শহরে, রূপালী রাতে

স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরন জড়িয়ে

আমি আছি আছি, তোমার স্মৃতিতে

ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে!

মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে

অনন্ত প্রেম দিয়েছি উজার করে

নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে

পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে

দূর আধারের ভালবাসায় হারাতে

ছুটে ছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে

নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?

সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে

নগরের যত বিশাদ আমাকে ভর করে

দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে

বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

ঘুমন্ত শহরে, রূপালী রাতে

স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে

কষ্টের শীতল আবরন জড়িয়ে

আমি আছি আছি, তোমার স্মৃতিতে

ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে

চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে

তুমি আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে!

เพิ่มเติมจาก LRB

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ