menu-iconlogo
huatong
huatong
avatar

Abar Elo Je Shondha By Lucky Akhond Up Mi Munna

Lucky Akhandhuatong
Mi_Munnahuatong
เนื้อเพลง
บันทึก
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

https://www.facebook.com/mi.munna.93

ঝাউবনে হাওয়াগুলো খেলছে

সাঁওতালি মেয়েগুলো চলছে;

লাল লাল শাড়ীগুলো উড়ছে

তার সাথে মন মোর দুলছে

ঐ দুর আকাশের প্রান্তে

সাত রঙা মেঘ গুলো উড়ছে

ঐ দুর আকাশের প্রান্তে

সাত রঙা মেঘ গুলো উড়ছে

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

https://www.facebook.com/mi.munna.93

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা

ভেবে যায় কি জানি কি মনটা

পাখিগুলো নীড়ে ফিরে চলছে

গানে গানে কি যে কথা বলছে

ভাবি শুধু এখানেই থাকবো

ফিরে যেতে মন নাহি চাইছে

ভাবি শুধু এখানেই থাকবো

ফিরে যেতে মন নাহি চাইছে

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে থেমে গেছে

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে

เพิ่มเติมจาก Lucky Akhand

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Abar Elo Je Shondha By Lucky Akhond Up Mi Munna โดย Lucky Akhand – เนื้อเพลง & คัฟเวอร์