menu-iconlogo
huatong
huatong
m-g-sreekumar--cover-image

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

M. G. Sreekumarhuatong
moose1242001huatong
เนื้อเพลง
บันทึก
বিনা অনুমতি ছাড়া গান কপি করবেন না

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিম পলাশের স্বপ্ন,

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

আমলকি পিয়ালের কুঞ্জে

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে

আমলকি পিয়ালের কুঞ্জে

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে

বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু।

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

বাতাসের কথা সে তো কথা নয়,

রূপকথা ঝরে তার বাঁশিতে,

আমাদেরও মুখে কোন কথা নেই,

শুধু দু’টি আঁখি ভরে রাখে হাসিতে।

বাতাসের কথা সে তো কথা নয়,

রূপকথা ঝরে তার বাঁশিতে,

আমাদেরও মুখে কোন কথা নেই,

শুধু দু’টি আঁখি ভরে রাখে হাসিতে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,

হয়তো তখন তুমি বলবে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,

হয়তো তখন তুমি বলবে।

জানি মালা কেন গলে পরালে গো বন্ধু,

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু…

কোন রক্তিম পলাশের স্বপ্ন,

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

ধন্যবাদ

เพิ่มเติมจาก M. G. Sreekumar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ