menu-iconlogo
logo

Buker Ba Pashe বুকের পা পাশে

logo
เนื้อเพลง
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

আমার দুঃখ বাড়ে যেকোনো ঋতুর

পাল্টে যাওয়া বাতাসে।

আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি,

তোমার লেখা যত চিঠি আসে।

জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি,

তোমার নামে তবু আলো আসে।

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

অল্প আলোর শহর

কত মন ভেঙে যায়।

জেগে উঠে অভিমান

চিত্রকল্প ভরা কবিতায়।

আরো ব্যথা পেতে বাকি আছে,

কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে।

আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি,

তোমার লেখা যত চিঠি আসে।

জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি,

তোমার নামে তবু আলো আসে।

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

ব্যর্থ প্রেমের মানুষ কত দূর যাবে আর ?

চারিদিকে প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার।

যারে ছুঁয়ে গেলে ভালো লাগে,

তারে দেখি না কেন যে বার মাসে?

আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি,

তোমার লেখা যত চিঠি আসে।

জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি,

তোমার নামে শুধু আলো আসে।

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,

বুকের বা পাশে।

আমার দুঃখ বাড়ে যেকোনো ঋতুর

পাল্টে যাওয়া বাতাসে।

Buker Ba Pashe বুকের পা পাশে โดย Mahtim Sakib – เนื้อเพลง & คัฟเวอร์