menu-iconlogo
huatong
huatong
mahtim-sakib-monero-ronge-rangabo-cover-image

Monero ronge rangabo

Mahtim Sakibhuatong
ShahadatRana_E_R_Shuatong
เนื้อเพลง
บันทึก
মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

সাগর.....পাহাড়

সাগর.....পাহাড়

সবাই যে কইবে কথা

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

আকাশে...বাতাসে...

জাগবে প্রানেরও কাঁপন

বনেতে মনেতে

লাগবে মধুরও লগন

ফুলেরা হাসবে, ভ্রমর আসবে

সুরেতে গাইবে তরুলতা

পাষানেরও প্রান জাগাবো

প্রানেতে দোলা লাগাবো

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

আমিতো রবো না চিরদিন

রবে না এই ক্ষন

হারানো স্মৃতিটি ছবিতে

রবে গো তখন

যখনি দেখবে আমারই ছবি

মনেতে পরবে কতো কথা

তুলিরও ছোঁয়ায় একে যাবো

ভাবনা গুলো রেখে যাবো

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

সাগর.....পাহাড়

সাগর.....পাহাড়

সবাই যে কইবে কথা

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

মনেরও রংয়ে রাঙ্গাবো

বনেরও ঘুম ভাঙ্গাবো

হুম হুম হুম হুম

লা লা লা লা লা

เพิ่มเติมจาก Mahtim Sakib

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ