menu-iconlogo
huatong
huatong
mahtim-shakib-monta-obaddho-cover-image

Monta Obaddho

Mahtim Shakibhuatong
newhopedogrescuehuatong
เนื้อเพลง
บันทึก
ঘুম চলে যায়

তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে

কোন ভাবে ফেরাতে

ঘুম চলে যায়

তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে

কোন ভাবে ফেরাতে

আমার এ মন তোমার মনের পাড়ায়

বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাড়ায়

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই

যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায়

তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে

কোন ভাবে ফেরাতে

বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল

বাস্তবতায় খাবি খায় শুধু হারায়না তার মনোবল

বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল

বাস্তবতায় খাবি খায় শুধু হারায়না তার মনোবল

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই

যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

কেনো যে তোমার সাথে মনের এত টান

কথা হয়নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান

কেনো যে তোমার সাথে মনের এত টান

কথা হয়নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই

যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

เพิ่มเติมจาก Mahtim Shakib

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ