menu-iconlogo
huatong
huatong
avatar

Bangladesher Aktara

Mamunhuatong
tahirheyerphuatong
เนื้อเพลง
บันทึก
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি ।।

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি ।।

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি ।।

আমার বাংলাদেশের ভাটিয়ালী জারী সারী গান

গাজীর পালা শুনলেরে ভাই জুড়ায় মনপ্রাণ।

আমার বাংলাদেশের ভাটিয়ালী জারী সারী গান

গাজীর পালা শুনলেরে ভাই জুড়ায় মনপ্রাণ।

আমার বাংলাদেশের সুর শুনিয়া

আমার বাংলাদেশের সুর শুনিয়া-অবাক বিশ্ববাসী

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

হাসনরাজা রাঁধা রমন লালনশাহের গান

ভক্তবৃন্দ শোনেরে ভাই দিয়া মনপ্রাণ

হাসনরাজা রাঁধা রমন লালনশাহের গান

ভক্তবৃন্দ শোনেরে ভাই দিয়া মনপ্রাণ

জন্ম আমার ধন্য মাগো

জন্ম আমার ধন্য মাগো-বাংলাতে জন্মেছি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

เพิ่มเติมจาก Mamun

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ