menu-iconlogo
huatong
huatong
avatar

Nirban

Meghdolhuatong
sistagodthemoviehuatong
เนื้อเพลง
บันทึก
কিছু বিষাদ হোক পাখি

নগরীর নোনা ধরা দেয়ালে

কাঁচপোকা সারি সারি

নির্বাণ-নির্বাণ ডেকে যায়

কিছু বিষাদ হোক পাখি

নগরীর নোনা ধরা দেয়ালে

কাঁচপোকা সারি সারি

নির্বাণ-নির্বাণ ডেকে যায়

কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে

কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে

কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে

কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে

এখনও এখানে নীরবে দাঁড়িয়ে

অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে

এখনও এখানে নীরবে দাঁড়িয়ে

অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে

কিছু মাতাল হাওয়ার দল

শুনে ঝড়ো সময়ের গান

এখানেই শুরু হোক রোজকার রূপকথা

কিছু বিষাদগ্রস্ত দিন ছিল প্রেমিকার চোখে জমা

কিছু বিষাদগ্রস্ত দিন ছিল প্রেমিকার চোখে জমা

আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়

আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়

ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

কিছু বিষাদ হোক পাখি

নগরীর নোনা ধরা দেয়ালে

কাঁচপোকা সারি সারি

নির্বাণ-নির্বাণ ডেকে যায়

เพิ่มเติมจาก Meghdol

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ