menu-iconlogo
huatong
huatong
mekhla-dasguptarupak-tiary-ebhabe-amar-hoye-jabe-cover-image

Ebhabe Amar Hoye Jabe

Mekhla Dasgupta/Rupak Tiaryhuatong
Badal♫🅁🄱🄵🦋huatong
เนื้อเพลง
บันทึก
F:সেদিনও বুঝিনি আমি,

যে চোখে পড়েছি ধরা

এভাবে আমার হয়ে যাবে....

আলগোছে পায়ে পায়ে যে কবিতা হল শুরু

এভাবে মলাট খুঁজে পাবে...

M:হাওয়া কেন চেনা আঙুলে

হাওয়া কেন আমাকে ছুঁলে

আমিও কি পড়েছি প্রেমে অকারণ?

M:হাওয়া কেন চেনা আঙুলে

হাওয়া কেন আমাকে ছুঁলে

আমিও কি পড়েছি প্রেমে অকারণ

FM:সেদিনও বুঝিনি আমি,

যে চোখে পড়েছি ধরা

এভাবে আমার হয়ে যাবে....

FM:আলগোছে পায়ে পায়ে যে কবিতা হল শুরু

এভাবে মলাট খুঁজে পাবে।

[বাদল]

F:আমি তো বলিনি তাকে সাজানো সিড়ির বাঁকে

তবে সে কেমন করে বুঝে নিল সব....

M:সন্ধ্যের আবদারে, ফোটা ফোটা প্রেম জুড়ে

আমাকে সে ঘিরে থাকা কলরব...

FM:রূপকথা ছুঁয়ে যাক

সে শুধু আমারই থাক

দুটি চোখ জুড়ে সারাক্ষণ...

M:হাওয়া কেন চেনা আঙুলে

হাওয়া কেন আমাকে ছুঁলে

আমিও কি পড়েছি প্রেমে অকারণ

F:হাওয়া কেন চেনা আঙুলে

হাওয়া কেন আমাকে ছুঁলে

আমিও কি পড়েছি প্রেমে অকারণ

FM:সেদিনও বুঝিনি আমি,

যে চোখে পড়েছি ধরা

এভাবে আমার হয়ে যাবে....

আলগোছে পায়ে পায়ে যে কবিতা হল শুরু

এভাবে মলাট খুঁজে পাবে।

ধন্যবাদ

বাদল।

เพิ่มเติมจาก Mekhla Dasgupta/Rupak Tiary

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ