menu-iconlogo
huatong
huatong
avatar

Abar dekha hole

Mesbah Ahmedhuatong
☞𓅓Ronie𓅓⚔M☕ADDa😛huatong
เนื้อเพลง
บันทึก
আবার দেখা হলে

পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব

আবার দেখা হলে

পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব

শুধু পুরনো চিঠি চেওনা

ভিজে গেছে সব চোখের জলে

আবার দেখা হলে

আবার দেখা হলে

আবার যদি দেখা হয়

করো অচেনা হওয়ার অভিনয়

আবার যদি দেখা হয়

করো অচেনা হওয়ার অভিনয়

ভুল হলে ভুল বুঝ না

পুরনো চোখে তাকালে

আবার দেখা হলে

আবার দেখা হলে

Ronie's Library

হালকা আলোয় ভেজা ঘর

বিভোর ভাবনার নেশায়

হালকা আলোয় ভেজা ঘর

বিভোর ভাবনার নেশায়

সেসময় গেছে হারিয়ে

সময়ের অথৈ নীলে

আবার দেখা হলে

পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব

শুধু পুরনো চিঠি চেওনা

ভিজে গেছে সব চোখের জলে

আবার দেখা হলে

আবার দেখা হলে

আবার দেখা হলে

আবার দেখা হলে

เพิ่มเติมจาก Mesbah Ahmed

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ