menu-iconlogo
huatong
huatong
miles-chad-tara-shurjo-cover-image

Chad Tara Shurjo

Mileshuatong
pegasus_508huatong
เนื้อเพลง
บันทึก
চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না,

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না।

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না,

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না।

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যতো দূরে রও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।

তোমার কথা ভেবে আমি

গল্প কবিতা আর কাব্য লিখি,

তোমার চোখে চেয়ে থেকে

সুন্দর আমার পৃথিবী দেখি।

আহা..আ..আ..আ...

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যতো দূরে রও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।

জীবন চলার পথে জানি

তুমি প্রথম দিয়েছ দেখা,

ভুল বুঝে কোনোদিনও

আমায় তুমি করোনা একা।

আহা..আ..আ..আ...

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যতো দূরে রও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না,

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না।

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না,

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না।

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যতো দূরে রও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না।

เพิ่มเติมจาก Miles

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ