menu-iconlogo
huatong
huatong
avatar

Kotokal Khujbo Tomay

Mileshuatong
mweshladyhuatong
เนื้อเพลง
บันทึก
কতকাল খুজবো তোমায়

শেষ বিকেলের আলোয়

বিষাদ সন্ধ্যায়

চলতে চলতে এই পথে

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে তারার মেলা

রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে তারার মেলা

রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময়

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে জোসনার ধারা

উদাসী পাখি কাঁদে

চেয়ে শূন্যতায়

এমন সময়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে জোসনার ধারা

উদাসী পাখি কাঁদে

চেয়ে শূন্যতায়

এমন সময়

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

শেষ বিকেলের আলোয়

বিষাদ সন্ধ্যায়

চলতে চলতে এই পথে

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

เพิ่มเติมจาก Miles

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ