menu-iconlogo
huatong
huatong
avatar

Tomay Chere

Milon/PUJAhuatong
aleenfk0huatong
เนื้อเพลง
บันทึก
মিলেছে মনে মন, তাতে হয়েছে বলো কী

ভুল হলে হোক না, তোমায় ভালোই তো বেসেছি

মিলেছে মনে মন, তাতে হয়েছে বলো কী

ভুল হলে হোক না, তোমায় ভালোই তো বেসেছি

তোমায় ছেড়ে যাবো বলো কোথায়

ছুটে ছুটে আসি কাছে তাই

তোমায় ছেড়ে যাবো বলো কোথায়

ছুটে ছুটে আসি কাছে তাই

মেঘভাঙা রোদ তুমি মনেরই উঠোনজুড়ে

কী যে মায়ায় বেঁধেছো, কী করে যাই আর দূরে?

মেঘভাঙা রোদ তুমি মনেরই উঠোনজুড়ে

কী যে মায়ায় বেঁধেছো, কী করে যাই আর দূরে?

থেমে যাবে নিঃশ্বাস, রেখো মনে বিশ্বাস

যদি কভু তোমাকে হারাই

তোমায় ছেড়ে যাবো বলো কোথায়

ছুটে ছুটে আসি কাছে তাই

তোমায় ছেড়ে যাবো বলো কোথায়

ছুটে ছুটে আসি কাছে তাই

কদমে কদমে তোমারই পথে চলি

ফিরে তুমি তাকালে আকাশে ডানা মেলি

কদমে কদমে তোমারই পথে চলি

ফিরে তুমি তাকালে আকাশে ডানা মেলি

থেমে যাবে নিঃশ্বাস, রেখো মনে বিশ্বাস

যদি কভু তোমাকে হারাই

তোমায় ছেড়ে যাবো বলো কোথায়

ছুটে ছুটে আসি কাছে তাই

তোমায় ছেড়ে যাবো বলো কোথায়

ছুটে ছুটে আসি কাছে তাই

เพิ่มเติมจาก Milon/PUJA

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ