menu-iconlogo
huatong
huatong
avatar

কতো ভালোবাসি কি যে ভালোবাসি

Milu/Sabina Yasminhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....huatong
เนื้อเพลง
บันทึก
গানঃ কতো ভালোবাসি কি যে ভালোবাসি

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু

সিনেমাঃ কে অপরাধী

===============

মেয়েঃ‌ কতো ভালোবাসি,

কি যে ভালোবাসি,

এতো ভালোবাসি তাই

মনে জাগে ভয়..

এতো সুখ.. ভাগ্যে যদি না সয়

ছেলেঃ কতো ভালোবাসি,

কি যে ভালোবাসি,

এতো ভালোবাসি তাই

মনে জাগে ভয়..

এতো সুখ.. ভাগ্যে যদি না সয়

মেয়েঃ এতো সুখ... ভাগ্যে যদি না সয়

<><><><><><><><>

ZML Interactive

===============

মেয়েঃ জানে ফুল জানে পাখি

জানে ঐ ঢেউ,

তুমি ছাড়া এ জীবনে

নেই আর কেউ

==============

ছেলেঃ জানে চাঁদ জানে রাত

জানে জোছনা,

তুমি ছাড়া দু'টি চোখে

কিছু দেখিনা

মেয়েঃ‌ কেনো যে ভালোবাসি

জানে এ হৃদয়..

ছেলেঃ এতো সুখ.. ভাগ্যে যদি না সয়..

মেয়েঃ এতো সুখ.. ভাগ্যে যদি না সয়

<><><><><><><><>

ZML Interactive

===============

ছেলেঃ‌ ঝিরি ঝিরি মৃদু হাওয়া

কেনো হয় ঝড়,

আপন মানুষ কেনো

হয়ে যায় পর

==============

মেয়েঃ ঝড় যদি আসে ওগো

নেই ক্ষতি নেই,

তুমিতো সুখে দুখে

রয়েছো সাথেই

ছেলেঃ দুখেরই সাথেই আমার

চিরো পরিচয়

মেয়েঃ‌ এতো সুখ.. ভাগ্যে যদি না সয়..

ছেলেঃ কতো ভালোবাসি,

কি যে ভালোবাসি,

এতো ভালোবাসি তাই

মনে জাগে ভয়

এতো সুখ... ভাগ্যে যদি না সয়..

মেয়েঃ‌ কতো ভালোবাসি,

কি যে ভালোবাসি,

এতো ভালোবাসি তাই

মনে জাগে ভয়

এতো সুখ.. ভাগ্যে যদি না সয়..

ছেলেঃ এতো সুখ.. ভাগ্যে যদি না সয়..

====ধন্যবাদ=====

เพิ่มเติมจาก Milu/Sabina Yasmin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ