menu-iconlogo
huatong
huatong
avatar

মিথ্যা বলার স্বভাব

Mittha Bolar Shovabhuatong
🅂🄰🅈🄱🄰huatong
เนื้อเพลง
บันทึก
ও,, ও,, ও,, ও,, ও,, ও,,

লারা লারা, লারা লারা

রারা রারা রারা রা,,,,

গান: মিথ্যা বলার স্বভাব

শিল্পী: আকাশ মাহমুদ

__ᴡʀᴇᴇɴ_sᴀʏʙᴀ__

1️⃣ তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব

কোন দোষেতে ছাইড়া গেলি দিবি কি তার জবাব?

--`ღ´- ʷˢ -`ღ´--

তোর রক্তে মিইশা গেছে

মিথ্যা বলার স্বভাব

কোন দোষেতে ছাইড়া গেলি

দিবি কি তার জবাব?

বুকের ভেতর অনল আমার

ভাটার মতন জ্বলে রে,

তোর কারনে চোখ দুটি হায়

মোমের মতন গলে।

চাইলাম তোর আলতো পরশ

দিয়া গেলি দাগ,

আমার থেকে তোরে

তুই কইরা নিলি ভাগ।

চাইলাম তোর আলতো পরশ

দিয়া গেলি দাগ,

আমার থেকে তোরে

তুই কইরা নিলি ভাগ।

ও,, ও,, ও,, ও,, ও,, ও,,

লারা লারা, লারা লারা

রারা রারা রারা রা,,,,

ও,, ও,, ও,, ও,, ও,, ও,,

লারা লারা, লারা লারা

রারা রারা রারা রা,,,,

2️⃣ ভালোবাসার মন্দা এখন আমার অন্তরে

তোর মনেতে ভালোবাসা উথলাইয়া পড়ে,

ঘরের ভিতর ঘর বানাইলি আমায় করে পর,

তোর অভাবে উঠলো জাইগা মন নদিতে চর

বুকের ভেতর অনল আমার ভাটার মতন জ্বলে রে,

তোর কারনে চোখ দুটি হায় মোমের মতন গলে

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

・ ・ ・ ・

ғᵉᵉˡ ᴛʰᵉ ᴍᵘˢⁱᶜ

・ ・ ・ ・

1️⃣ কোনো দিনও মনের ঘরে দিবো নাকো তালা

তোর জন্য চিরদিনই মনের দুয়ার খোলা

ছাতক পাখির মত মনটা ভাবে নয়-ছয়

একসাথে ঘুমাবো বলে আজ জেগে রই

বুকের ভেতর অনল আমার ভাটার মতন জ্বলে রে

তর কারনে চোখ দুটি হায় মোমের মতন গলে

চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

2️⃣ চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ

আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ

ও,, ও,, ও,, ও,, ও,, ও,,

এ,, হেহে,, লারা,, লারা,,

রারা,, রারা,, রা,,,

ও,, ও,, ও,, ও,, ও,, ও,,

লারা লারা, লারা লারা

রারা রারা রারা রা,,,,

__️ ᴛʰᵃⁿᵏ ʏᵒᵘ __

อาจถูกใจคุณ