menu-iconlogo
huatong
huatong
avatar

মিছে মায়া

Mohasin Rezahuatong
phylissseahuatong
เนื้อเพลง
บันทึก
কিসের আশায় বাধলাম ঘর

ঘর তো আমার হইবো পর

থাইমা গেলে জীবন ঘুড়ি

পইরা রইব রঙেরও বাড়ি

কাইন্দা কাইন্দা দুই দিন পরে

ভুইলা যাইবো সবাই মোরে..

আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মনোরে.. আমার

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

সারে তিন হাত মাটির ঘরে

নিথর দেহ রইবে পড়ে

কষ্টে গড়া সাধের ধন আমার

যোজন যোজন থাকবে দূরে

কাইন্দা কাইন্দা দুই দিন পরে

ভুইলা যাইবো সবাই মোরে...

আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মনোরে.. আমার

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

সোনার দেহ হইবো মাটি

অন্তর তোমার করো খাঁটি

সময় থাকতে রাস্তা ধরো

মাওলার নামটি স্মরণ কর

কাইন্দা কাইন্দা দুই দিন পরে

ভুইলা যাইবো সবাই মোরে...

আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মনোরে.. আমার

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

เพิ่มเติมจาก Mohasin Reza

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

মিছে মায়া โดย Mohasin Reza – เนื้อเพลง & คัฟเวอร์