menu-iconlogo
huatong
huatong
avatar

খাইরুন লো তোর লম্বা মাথার কেশ

Momtaz Begumhuatong
newoffice2huatong
เนื้อเพลง
บันทึก
খারুন লো.. তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো...

খারুন লো... তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো.....

পায়ে তাহার রুপার ঝুমুর

বাজে তালে তালে

পায়ে তাহার রুপার ঝুমুর

বাজে তালে তালে,

বাকা চোখে চেয়ে চেয়ে

নদীর ঘাটে চলে

খারুন লো.. তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো.....

হাত দু খানায় কাচের চুড়ি

কলসি নিয়া খাকে

হাত দু খানায় কাচের চুড়ি

কলসি নিয়া খাকে..

কোমরের বিছা ডলে

একে বেকে চলে

খারুন লো.. তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো.....

ফুলকলির ঝুমকা তাহার কানেতে দোলে

ফুলকলির ঝুমকা তাহার কানেতে দোলে

ফুলের মালা গলায় দিয়া হেসে কথা বলে

খারুন লো.. তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো.....

মনের মতো সিথির পাতি মাথায় নিচে তুলে

মনের মতো সিথির পাতি মাথায় নিচে তুলে

লতার মতো অঙ্গ তাহার বাতাসেতে দোলে

খারুন লো.. তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো.....

হার মানে চাদের আলো রুপ দেখিয়া তার

হার মানে চাদের আলো রুপ দেখিয়া তার

রুপে লক্ষি গুণে বতী রুপেরি বাহার

খারুন লো.. তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো....

পায়ে তাহার রুপার ঝুমুর

বাজে তালে তালে

পায়ে তাহার রুপার ঝুমুর

বাজে তালে তালে,

বাকা চোখে চেয়ে চেয়ে

নদীর ঘাটে চলে

খারুন লো তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো...

খারুন লো তোর লম্বা মাথার কেশ

চিড়ল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ

খাইরুন লো...

เพิ่มเติมจาก Momtaz Begum

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ