menu-iconlogo
huatong
huatong
avatar

Chotto Ekta Jibon Niye

Moni Kishor huatong
ogundalahuatong
เนื้อเพลง
บันทึก
আ...আ...আ...আ...আ...

ছোট্ট একটা জীবন নিয়ে

পৃথিবীতে,কেন বলো আশা..

অনন্ত কাল ভালবেসেও ফুরাবে আমার ভালবাসা

তুমি,অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

ছোট্ট একটা জীবন নিয়ে

পৃথিবীতে,কেন বলো আশা..

অনন্ত কাল ভালবেসেও ফুরাবে আমার ভালবাসা

তুমি অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

বুকের ভিতর হৃদয় আছে তার ভিতরে তুমি

তোমায় পেয়ে আপন প্ররাণ পর করেছি আমি

বুকের ভিতর হৃদয় আছে তার ভিতরে তুমি

তোমায় পেয়ে আপন প্ররাণ পর করেছি আমি

তুমি অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

ছোট্ট একটা জীবন নিয়ে

পৃথিবীতে,কেন বলো আশা..

অনন্তকাল ভালবেসেও ফুরাবে আমার ভালবাসা

তুমি অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

অন্ধ হয়ে,তোমায় আমি বেসেছি যে ভালো

নাইবা থাকুক দুচোখ আমার,নাইবা থাকুক আলো

অন্ধ হয়ে,তোমায় আমি বেসেছি যে ভালো

নাইবা থাকুক দুচোখ আমার,নাইবা থাকুক আলো

তুমি অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

ছোট্ট একটা জীবন নিয়ে

পৃথিবীতে কেন বলো আশা..

অনন্তকাল ভালবেসেও ফুরাবে আমার ভালবাসা

তুমি অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

ছোট্ট একটা জীবন নিয়ে

পৃথিবীতে কেন বলো আশা..

অনন্তকাল ভালবেসেও ফুরাবে আমার ভালবাসা

তুমি অমর করে দাও আমাকে..

মন চায় তোমাকে..

এই মন চায় তোমাকে

ধন্যবাদ

เพิ่มเติมจาก Moni Kishor

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ