menu-iconlogo
huatong
huatong
moni-kishore--cover-image

দুঃখ যত দাও আমাকে

Moni Kishorehuatong
sheila-siplen2000huatong
เนื้อเพลง
บันทึก
দুঃখ যতো দাও আমাকে

শয়ে যাবো আমি একা নিরবে

কষ্ট আছে যতো এ বুকে

প্রার্থনা করে যাবো থাকো তুমি সুখে

কখনো আমাকে যদি মনে পড়ে

দুচোখের জ্বল যেন না ঝরে

দুঃখ যতো দাও আমাকে

শয়ে যাবো আমি একা নিরবে

তোমার সুখের দিনে আমাকে মনে করে

ভেঙ্গোনা নিজের সুখ বিনা কারনে

তোমার সুখের দিনে আমাকে মনে করে

ভেঙ্গোনা নিজের সুখ বিনা কারনে

তোমার সৃতির মাঝে আমার স্বপ্ন ভাসে

স্বপ্নটা কবু যেন না মরে

দুঃখ যতো দাও আমাকে

শয়ে যাবো আমি একা নিরবে

তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে

যদি তুমি সুখী হও অন্য জীবনে

তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে

যদি তুমি সুখী হও অন্য জীবনে

দূরে সরে যাবো নিজে কে আমি পোড়াব

আসবো না কোন দিন ও ফিরে

দুঃখ যতো দাও আমাকে

শয়ে যাবো আমি একা নিরবে

কষ্ট আছে যতো এ বুকে

প্রার্থনা করে যাবো থাকো তুমি সুখে

কখনো আমাকে যদি মনে পড়ে

দুচোখের জ্বল যেন না ঝরে

দুঃখ যতো দাও আমাকে

শয়ে যাবো আমি একা নিরবে

কষ্ট আছে যতো এ বুকে

প্রার্থনা করে যাবো থাকো তুমি সুখে

เพิ่มเติมจาก Moni Kishore

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ