menu-iconlogo
logo

আমার প্রেমের তাজমহল

logo
เนื้อเพลง
এই বুকেই বইছে যমুনা

এই বুকেই বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

এই বুকেই বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

জানে ঈশ্বর জানে আল্লাহ

তোমার প্রেমের কত মূল্য

কিছু সৃষ্টি হয়নি ধরায়

তোমার প্রেমের সমতুল্য..

জানে ঈশ্বর জানে আল্লাহ

তোমার প্রেমের কত মূল্য

কিছু সৃষ্টি হয়নি ধরায়

তোমার প্রেমের সমতুল্য

এই প্রেম যে কত গভীর

খুঁজে পায় না কোন তল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

এই বুকেই বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আছে মসজিদ আছে গীর্জা

সেথা গেলে হয় যে পূণ্য

তোমার সত্য ভালোবাসা

ছুঁতে পারে মহাশুন্য..

আছে মসজিদ আছে গীর্জা

সেথা গেলে হয় যে পূণ্য

তোমার সত্য ভালোবাসা

ছুঁতে পারে মহাশুন্য

এই প্রেম যে কত গভীর

খুঁজে পায় না কোন তল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

এই বুকেই বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

এই বুকেই বইছে যমুনা

নিয়ে অথৈ প্রেমের জল

তারই তীরে গড়বো আমি

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল

আমার প্রেমের তাজমহল