menu-iconlogo
huatong
huatong
monpura-jao-pakhi-bolo-tare-cover-image

Jao Pakhi Bolo Tare

Monpurahuatong
onewayhimhuatong
เนื้อเพลง
บันทึก

সোনার ও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বল তারে

সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভাল থেকো

মনে রেখো এই আমারে

বুকের ভেতর নোনা ব্যাথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপাড় একা

বুকের ভেতর নোনা ব্যাথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপাড় একা

যাও পাখি বল তারে

সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভালো থেকো

মনে রেখো এই আমারে

মেঘের উপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাঁসা

মনে বন্ধু বড় আশা

মেঘের উপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাঁসা

মনে বন্ধু বড় আশা

যাও পাখি যা রে ওড়ে

তারে কইও আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখব তারে

মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বল তারে

সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভাল থেকো

মনে রেখো এই আমারে

সোনার ও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম নারে

যাও পাখি বল তারে

সে যেন ভোলেনা মোরে

সুখে থেকো ভাল থেকো

মনে রেখো এই আমারে

เพิ่มเติมจาก Monpura

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ