menu-iconlogo
huatong
huatong
moruvumi-jiboner-srote-cover-image

Jiboner Srote

Moruvumihuatong
michelchenierhuatong
เนื้อเพลง
บันทึก
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি

ডানা মেলা পাখির মতো

উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে

আরও চাই তোমার স্পর্শ

জীবনের স্রোতে ছুটে চলেছি আমি

ডানা মেলা পাখির মতো

উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে

আরও চাই তোমার স্পর্শ

তুমি আসবে কাছে আমার

তুমি থাকবে পাশে আমার

আসবে কাছে আমার

তুমি থাকবে পাশে আমার

মনেরই অজান্তে ছিলে তুমি

আমার মনের আঙ্গিনায় (আমার মনের আঙ্গিনায়)

শয়নে স্বপনে ছিলে তুমি

এ মন তোমায় চায় (এ মন তোমায় চায়)

নিঝুম রাতে ওই দূর আকাশে

তারা গুলো যেমন জেগে রয়

সেই সুরে তেমনি তুমি

জেগে আছো মনে হয়

তুমি আছো কি পাশে আমার?

তুমি ভাব কি আজও আমায়?

আছো কি পাশে আমার?

তুমি ভাব কি আজও আমায়?

আসবে কাছে আমার

তুমি থাকবে পাশে আমার

আসবে কাছে আমার

তুমি থাকবে

আছো কি পাশে আমার?

তুমি ভাব কি আজও আমায়?

আছো কি পাশে আমার?

তুমি ভাব কি আজও আমায়?

เพิ่มเติมจาก Moruvumi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ