menu-iconlogo
huatong
huatong
avatar

ural pakhi

Muhinhuatong
pescadita_144huatong
เนื้อเพลง
บันทึก

আমার মনের ছোট ঘরে

রাখি তারে আদর করে

ভালবাসার শিকল দিলাম পাখির দুইটা পায়

পাখি আমার উইরা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

হো...... হুম,,

বন্ধুরে তুই মন কারিলি

কারিলি অন্তর

তুই আমার জীবন বন্ধু বুকেরি ভিতর

হ,, বন্ধুরে তুই মন কারিলি

কারিলি অন্তর

তুই আমার জীবন বন্ধু বুকেরি ভিতর

তুই বন্ধু উরাল পাখি

তুই বন্ধু উরাল পাখি

কোনদিন যেন দিবে ফাকি মনে লাগে ভয়

পাখি আমার উইরা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

আমার মনের ছোট ঘরে

রাখি তারে আদর করে

ভালবাসার শিকল দিলাম পাখির দুইটা পায়

পাখি আমার উইরা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

হো...... হ

তোর চোখে চাইলে বন্ধু

মন্টা কেমন করে

চোখের আড়াল হইস নারে তুই যাব আমি মরে

হো তোর চোখে চাইলে বন্ধু

মন্টা কেমন করে

চোখের আড়াল হইস নারে তুই যাব আমি মরে

তুই বন্ধু উরাল পাখি

তুই বন্ধু উরাল পাখি

কোনদিন যেন দিবে ফাকি মনে লাগে ভয়

তোরে ছাড়া বেচে থাকা দায়

থাকনারে তুই আমার কলিযায়

আমার মনের ছোট ঘরে

রাখি তারে আদর করে

ভালবাসার শিকল দিলাম পাখির দুইটা পায়

পাখি আমার উইরা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

পাখি আমার ভুইলা না যেন যায়

হো ,, হুম

followe ne t new song

เพิ่มเติมจาก Muhin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

ural pakhi โดย Muhin – เนื้อเพลง & คัฟเวอร์