menu-iconlogo
huatong
huatong
avatar

এক দিন সপ্নের দিন বেদনার বরর্ণ বিহিন

Nachiketa Chakrabortyhuatong
southermmomhuatong
เนื้อเพลง
บันทึก
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন

একদিন হঠাৎ হাওয়া

থামিয়ে আসা যাওয়া

প্রশ্নের জাল বুনে

শুরু হয় চাওয়া পাওয়া

আজ শুধু পথ চাওয়া ,

বিরহের গান গাওয়া

ভাবনার নদী বুকে,

উজানেতে তরী বাওয়া

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন

যদি এ পথ ধরে,

আমার এ মনের ঘরে,

চিঠি হয়ে অগোচরে,

আসে কেউ চুপিসারে

চাদের ঐ আলো হয়ে,

আসো মোর ভাঙ্গা ঘরে,

দেখা যায়, যায়না ছোঁয়া ,

যেন গান চাপা স্বরে

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

শুধু সে গান ভোলে অভিমান,

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

সেই ভাবনায়, ভাবি মনে হয়,

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে

আসেনা ফাগুন, মনেতে আগুন,

আসেনা ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়,

কাটেনা আর দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন

เพิ่มเติมจาก Nachiketa Chakraborty

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

এক দিন সপ্নের দিন বেদনার বরর্ণ বিহিন โดย Nachiketa Chakraborty – เนื้อเพลง & คัฟเวอร์