menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার বাড়ীর রঙের মেলায়

Nishitahuatong
schmike1huatong
เนื้อเพลง
บันทึก
একটু অপেক্ষা করুন

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায়, ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায়, ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার, বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার, বাড়েনা

নতুন নতুন গান পেতে আমাকে ফলো করুন

আপনাদের নিয়েই আমার ভালো লাগা

একটু অপেক্ষা করুন

অন্তরে থাক পদ্ম গোলাপ

গদ্যে পদ্যে আঁকছি মুখ

ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়

অপূর্ব সে তোমার চোখ

অমন পলক ফেলতে তো কেউ,পারেনা

অমন পলক ফেলতে তো কেউ,পারেনা

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায়, ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায়, ছাড়েনা

আপনাদের নিয়েই আমার ভালো লাগা

অবশ্যই লাইক দিতে ভুলবেন না

একটু অপেক্ষা করুন

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরত চাইনি কোনোদিন

মন কি তোমার হাতের নাটাই

তোমার কাছে আমার ঋণ

মন হারালেও মনের মানুষ, হারেনা

মন হারালেও মনের মানুষ, হারেনা

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায়, ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায়, ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার, বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার, বাড়েনা।

ধন্যবাদ

เพิ่มเติมจาก Nishita

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ