menu-iconlogo
huatong
huatong
avatar

Mor Ghumo Ghore মোর ঘুম ঘোরে এলে মনহর

Nodihuatong
oiu81m4xphuatong
เนื้อเพลง
บันทึก
মোর ঘুম ঘোরে এলে মনোহর

নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ

শ্রাবন মেঘে নাচে নটবর

শ্রাবন মেঘে নাচে নাচে নাচে

শ্রাবন মেঘে নাচে নটবর

ঝমঝম রমঝম ঝমঝম।

মোর ঘুম ঘোরে এলে মনোহর

INTERLOUD....

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন

মোর বিকশিল আবেশে তনু

নীপসম, নিরুপম, মনোরম।

মোর ঘুম ঘোরে এলে মনোহর

INTERLOUD....

মোর ফুল বনে ছিল যত ফুল

ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর দেবতা মোর

হায় নিলে না সে ফুল,ছি ছি বেভুল,

নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।

স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি

স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি

জাগিয়া কেঁদে ডাকি দেবতায়

প্রিয়তম প্রিয়তম প্রিয়তম

মোর ঘুম ঘোরে এলে মনোহর

নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ

เพิ่มเติมจาก Nodi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ