menu-iconlogo
huatong
huatong
avatar

Shojoni shajero tara

NOVAhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
เนื้อเพลง
บันทึก
সজনী সাঝেরও তারা হয়ে

আমার আকাশে এলে

পাশে চাঁদ তবুও তোমার আলো

হৃদয় আমার কেড়ে নিলে

কেন আমার আকাশে এলে

শিমুলেরও ঝর-ঝর্নাতে

ছবি হয়ে যেতে তুমি

আমারো পাশে

অলসও দুপুর অতীত হয়ে

সন্ধ্যা যখন নেমে আসে

শিমুলেরও ঝর-ঝর্নাতে

ছবি হয়ে যেতে তুমি

আমারো পাশে

অলসও দুপুর অতীত হয়ে

সন্ধ্যা যখন নেমে আসে

লাজ রাঙা চোখে

তুমি কি বলে গেলে

কেন আমার আকাশে এলে

মিছে আলো আর আলেয়ায়

বাঁধা কেন ছিলে তুমি আমারো হিয়ায়

তোমারো আঁধার কালো দুটি চোখ

জীবন প্রদীপ জ্বেলে ডাকে

মিছে আলো আর আলেয়ায়

বাঁধা কেন ছিলে তুমি আমারো হিয়ায়

তোমারো আঁধার কালো দুটি চোখ

জীবন প্রদীপ জ্বেলে ডাকে

চোখেরও জলে

যদি দীপ নিভে দিলে

কেন আমার আকাশে এলে

সজনী সাঝেরও তারা হয়ে

আমার আকাশে এলে

পাশে চাঁদ তবুও তোমার আলো

হৃদয় আমার কেড়ে নিলে

কেন আমার আকাশে এলে

কেন আমার আকাশে এলে

হো হো হো হো হো হো হো হো

হো হো হো হো হো হো হো হো

হো হো হো হো হো হো হো হো

เพิ่มเติมจาก NOVA

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Shojoni shajero tara โดย NOVA – เนื้อเพลง & คัฟเวอร์