menu-iconlogo
huatong
huatong
avatar

সোনার দেহ কইরা কালা লোকাই লা কোন বনে রে

Pothik Uzzalhuatong
nishasweetie20huatong
เนื้อเพลง
บันทึก
সোনার দেহ কইরা কালা

লুকাইলা কোন বনে রে,

লুকাইলা কোন বনে।

সোনার দেহ কইরা কালা

লুকাইলা কোন বনে রে,

লুকাইলা কোন বনে।

আমি কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে!

কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে।

আগে যদি জানতাম রে তোর

এমন আচরণ!…

আমি আড়াল থেকে দেখতাম তোরে

দিতাম না এই মন।

আগে যদি জানতাম রে তোর

এমন আচরণ!…

আমি আড়াল থেকে দেখতাম তোরে

দিতাম না এই মন।

লোক নিন্দা সইবো কতো

তুই বন্ধুর কারণে রে…

তুই বন্ধুর কারণে।

আমি কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে!

কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে।

এক জীবনে বন্ধুয়া তোর

কয়জনার বসতি,

ও তুই জাইনা শুইনা আমার এমন

করলি রে কেন ক্ষতি।

এক জীবনে বন্ধুয়া তোর

কয়জনার বসতি,

ও তুই জাইনা শুইনা আমার এমন

করলি রে কেন ক্ষতি।

সাধ মিটাইয়া দুঃখ দিলি!

অতি যতন করে রে

অতি যতন করে রে।

আমি কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে!

কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে।

সোনার দেহ কইরা কালা

লুকাইলা কোন বনে রে,

লুকাইলা কোন বনে।

সোনার দেহ কইরা কালা

লুকাইলা কোন বনে রে,

লুকাইলা কোন বনে।

আমি কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে!

কেনবা পিড়িত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে।

เพิ่มเติมจาก Pothik Uzzal

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ