menu-iconlogo
huatong
huatong
avatar

Madhobi Modhupey Holo Mitali (মাধবী মধুপে হল মিতালী) | C

Priyankahuatong
เนื้อเพลง
บันทึก
মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গীতালি

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গীতালি

জ্বলে দেখি জোনাকি,

মন হল আনমনা কি

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গীতালি..

Uploaded by Badal-RBF

তাই কী বাতাস ফুলের গন্ধে ভরানো?

তাই কী নয়ন মধুর স্বপ্নে জড়ানো?

তাই কী বাতাস ফুলের গন্ধে ভরানো?

তাই কী নয়ন মধুর স্বপ্নে জড়ানো?

যদি চুপি চুপি কথা বলে মন

সেই কথা বলো কভু যায় শোনা কি?

জ্বলে দেখি জোনাকি,

মন হল আনমনা কি

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনে মধু গীতালি—

Uploaded by Badal-RBF

এই যে এত আলো হাসি

কখনো আগে জাগেনি,

নিজেরে তো আর কোনো দিন

এমন করে ভালো লাগেনি

এই যে এত আলো হাসি

কখনো আগে জাগেনি,

নিজেরে তো আর কোনো দিন

এমন করে ভালো লাগেনি

ওগো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তুলে নাও,

উৎসব এ লগন সুরে সুরে দাও ভরে দাও..

আজ চোখে চোখে চেয়ে সারারাত

হবে শুধু আকাশের তারা গোনা কি?

জ্বলে দেখি জোনাকি,

মন হল আনমনা কি

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গীতালি

মাধবী মধুপে হল মিতালী

এই বুঝি জীবনের মধু গীতালি।

Uploaded by Badal-RBF

เพิ่มเติมจาก Priyanka

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ