menu-iconlogo
huatong
huatong
protik-hasan-majhe-majhe-dekha-daw-cover-image

Majhe Majhe Dekha Daw

Protik Hasanhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
เนื้อเพลง
บันทึก
মাঝে মাঝে দেখা দাও

প্রতিদিন কেন দেখা দাও না--

তোমাকে না দেখবার কষ্ট আমারি

দুটি চোখে দেখতে কি পাও না--

হুম মাঝে মাঝে দেখা দাও

প্রতিদিন কেন দেখা দাও না--

তোমাকে না দেখবার কষ্ট আমারি

দুটি চোখে দেখতে কি পাও না--

ছায়া করে প্রতিক্ষনি

তোমারি সাথেই আমায় নাও না--

তোমারি সাথেই আমায় নাও না--

মাঝে মাঝে দেখা দাও

প্রতিদিন কেন দেখা দাও না--

মাঝে মাঝে কথা হয়

প্রতিদিন হলে বলো ক্ষতি কি--

একটু মনের কথা চাই বলতে

দেবে তুমি সেই অনুমতি কি--

হুম মাঝে মাঝে কথা হয়

প্রতিদিন হলে বলো ক্ষতি কি--

একটু মনের কথা চাই বলতে

দেবে তুমি সেই অনুমতি কি

আমি কি শুধুই চেয়ে যাব

আমারই কাছেই কিছু চাও না

আমারই কাছেই কিছু চাও না

মাঝে মাঝে দেখা দাও

প্রতিদিন কেন দেখা দাও না--

মাঝে মাঝে অভিমান

মনে প্রেম দিয়ে যায় বাড়িয়ে

সেইতো একা একা করি অনুভব

যখনই দূরে যাও হারিয়ে

ও মাঝে মাঝে অভিমান

মনে প্রেম দিয়ে যায় বাড়িয়ে

সেইতো একা একা করি অনুভব

যখনই দূরে যাও হারিয়ে

তোমাকে আমি খুঁজে বেড়াই

প্রানেরি মাঝেই মিশে যাওনা--

প্রানেরি মাঝেই মিশে যাওনা

মাঝে মাঝে দেখা দাও

প্রতিদিন কেন দেখা দাও না--

তোমাকে না দেখবার কষ্ট আমারি

দুটি চোখে দেখতে কি পাও না--

ছায়া করে প্রতিক্ষনি

তোমারি সাথেই আমায় নাও না--

তোমারি সাথেই আমায় নাও না--

মাঝে মাঝে দেখা দাও

প্রতিদিন কেন দেখা দাও না--

เพิ่มเติมจาก Protik Hasan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ