menu-iconlogo
huatong
huatong
purnima-o-priyo-o-priyo-vul-bujhe-cover-image

o priyo o priyo vul bujhe

Purnimahuatong
🍂🍁Emon🍂🍁Emu🍁🍂huatong
เนื้อเพลง
บันทึก
(F) ও প্রিয়......ও প্রিয়......

ভুল বুঝে যাবে কোথায়...

যে খানেই যাও...

সাথী করে নাও...

ওগো তুমি আমায়..

(M) ও প্রিয়া......ও প্রিয়া.....

তুমি ছাড়া যাবো কোথায়......

বলো,তুমি ছাড়া যাবো কোথায়....

যেখানেই যাই, কাছে যেনো পাই,

শুধু আমি তোমায়...

(F) ও প্রিয়......ও প্রিয়......

ভুল বুঝে যাবে কোথায়...

বলো,ভুল বুঝে যাবে কোথায়...

শিল্পী : কনক চাঁপা & মনির খান

(F) হৃদয়ের সাথে...মিলাবো হৃদয়,

ভালোবাসার..এসেছে সময়

হৃদয়ের সাথে...মিলাবো হৃদয়,

ভালোবাসার..এসেছে সময়

(M) দুজনে দুজন হারাবো যখন,

(F) এ দুটি জীবন হবে যে আপন,

প্রেমেরিই....ছোঁয়ায় ....

(M) ও প্রিয়া......ও প্রিয়া.....

ভুলতো বুঝিনি তোমায়...

আমি, ভুলতো বুঝিনি তোমায়...

শিল্পী : কনক চাঁপা & মনির খান

(M) ফাগুনের রঙে সাজাবো নয়ন

দেখে যাবো..হাজারো স্বপন

ফাগুনের রঙে সাজাবো নয়ন

দেখে যাবো..হাজারো স্বপন

(F) প্রতিটি লগণ সুখেরও মিলন

(M) হবে যে এখন হবে যে তখন

রঙেরও মেলায়......

(F) ও প্রিয়......ও প্রিয়......

ভুল বুঝে যাবে কোথায়...

বলো, ভুল বুঝে যাবে কোথায়...

(M) যেখানেই যাই, কাছে যেনো পাই,

শুধু আমি তোমায়...

(F) লালা লা ...... লালা লা ......

লালা লা ...... লালা লা ......

(M) লালা লা ...... লালা লা ......

লালা লা ...... লালা লা ......

ধন্যবাদ ....

เพิ่มเติมจาก Purnima

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ