menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
একটু অপেক্ষা করুন

‍বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

এ মনের ঘরে কবে ধীরে ধীরে

এ মনের ঘরে কবে ধীরে ধীরে

ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন

বসে বসে ভাবি, আমি সারাদিন

কি করে মেটাবো, তোমার এই ঋণ

দু'চোখ ভরে যতই দেখি তোমার হাসিমুখ

মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ

দু'চোখ ভরে যতই দেখি তোমার হাসিমুখ

মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ

‍ও...কত স্মৃতি মনে আসে ক্ষণেক্ষণে

কত স্মৃতি মনে আসে ক্ষণেক্ষণে

ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন

বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

একটু অপেক্ষা করুন

‍এইতো ক'দিন আগেও ছিলে তুমি অচেনা

আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না

এইতো ক'দিন আগেও ছিলে তুমি অচেনা

আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না

ও...আজ আমার চোখে একি নেশা লাগে

আজ আমার চোখে একি নেশা লাগে

করলে আমায় তুমি কত না রঙিন

‍বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

‍এ মনের ঘরে কবে ধীরে ধীরে

এ মনের ঘরে কবে ধীরে ধীরে

ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন

বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

‍বসে বসে ভাবি আমি সারাদিন

কি করে মেটাবো তোমার এই ঋণ

তোমার এই ঋণ

তোমার এই ঋণ

เพิ่มเติมจาก Raghab Chatterjee/️ Shreya Ghoshal ️

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ