menu-iconlogo
huatong
huatong
raghab-chatterjee-abhoypade-pran-shonpechhi-cover-image

Abhoypade Pran Shonpechhi

Raghab Chatterjeehuatong
mya151500huatong
เนื้อเพลง
บันทึก
অভয় পদে প্রাণ সঁপেছি

আমি অভয় পদে প্রাণ সঁপেছি

আর কি যমের ভয় রেখেছি

আর কি যমের ভয় রেখেছি

অভয় পদে প্রাণ সঁপেছি

আমি অভয় পদে প্রাণ সঁপেছি

কালী নাম কল্পতরু

হৃদয়ে রোপন করেছি

কালী নাম কল্পতরু

হৃদয়ে রোপন করেছি

আমি দেহ বেচে ভবের হাটে

দুর্গার নাম কিনে এনেছি

আমি দেহ বেচে ভবের হাটে

দুর্গার নাম কিনে এনেছি

অভয় পদে প্রাণ সঁপেছি

আমি অভয় পদে প্রাণ সঁপেছি

দেহের মধ্যে সুজন যেজন

তার ঘরেতে ঘর করেছি

দেহের মধ্যে সুজন যেজন

তার ঘরেতে ঘর করেছি

এবার সমন এলে হৃদয় খুলে

দেখাবো ভেবে রেখেছি

এবার সমন এলে হৃদয় খুলে

দেখাবো ভেবে রেখেছি

অভয় পদে প্রাণ সঁপেছি

আমি অভয় পদে প্রাণ সঁপেছি

শারদা আর তারার নাম

আপন শিখাতে বেঁধেছি

শারদা আর তারার নাম

আপন শিখাতে বেঁধেছি

রামপ্রসাদ বলে, "দুর্গা বলে

যাত্রা করে বসে আছি"

রামপ্রসাদ বলে, "দুর্গা বলে

যাত্রা করে বসে আছি"

অভয় পদে প্রাণ সঁপেছি

আমি অভয় পদে প্রাণ সঁপেছি

আর কি যমের ভয় রেখেছি

আর কি যমের ভয় রেখেছি

অভয় পদে প্রাণ সঁপেছি

আমি অভয় পদে প্রাণ সঁপেছি

অভয় পদে প্রাণ সঁপেছি

เพิ่มเติมจาก Raghab Chatterjee

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ