menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobashi

Raj Thillaiyampalamhuatong
spawn_mex18huatong
เนื้อเพลง
บันทึก
ভালবাসি হয় নি বলা

তবু ভালবাসি

পাশাপাশি হয় নি চলা

তবু পাশাপাশি।

তোমায় নিয়ে ফুলে ফুলে

স্বপ্ন উড়াই আকাশ নিড়ে

তোমাতে বীভর থাকি

আমি বারো মাসি।

ভালবাসি হয় নি বলা

সুর্য হয়ে ছড়াও তুমি

মিষ্টি রোদের আলো

এক নিমিশে দাও সরিয়ে

আমার আধার কালো, (2)

দুঃখ গুলো তোমার ছোয়ায়

হয় যে পরবাসি।

ভালবাসি হয় নি বলা

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাকো আমায়

ঘুম পাড়ানির দেশে, (2)

তুমি আছো দু'চোখে তাই

স্বপ্ন রাসিরাসী

ভালবাসি হয় নি বলা

তবু ভালবাসি

পাশাপাশি হয় নি চলা

তবু পাশাপাশি

তোমায় নিয়ে ফুলে ফুলে

স্বপ্ন উড়াই আকাশ নিড়ে

তোমাতে বীভর থাকি

আমি বারো মাসি।

ভালবাসি হয় নি বলা

เพิ่มเติมจาก Raj Thillaiyampalam

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ