menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Banglar Matite

Randeephuatong
Randeep🎤P❤️R🎤🎸🎷🎻🥁huatong
เนื้อเพลง
บันทึก
এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

এই আকাশ নদী পাহাড়

আমার বড় প্রিয়

এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে

কোথায় বলো এত বকুল বসন্তে হাসে

শরত আকাশ কোথায় বল এমন রমণীয়

এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

ওওওওওওওওওও........

বারো মাসে তেরো পাবন

বল কোথায় আছে

মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে

বারো মাসে তেরো পাবন

বল কোথায় আছে

মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে

কোথায় বলো এত মায়া ধানের ক্ষেতে দোলে

কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে

কোথায় বলো এত মায়া ধানের ক্ষেতে দোলে

কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে

কোথায় বলো পল্লীবধূ এমন কমনীয়

এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

এই আকাশ নদী পাহাড়

আমার বড় প্রিয়

এই বাংলার মাটিতে

মাগো জন্ম আমায় দিও

এই বাংলার মাটিতে

মা,,,,,,,,,,,,গো জন্ম আমায় দিও

เพิ่มเติมจาก Randeep

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ