menu-iconlogo
huatong
huatong
avatar

কাজল ভ্রমরা রে Oki O Bondhu Kajol Vromora

Rathindranath Royhuatong
riavedarepresentacoehuatong
เนื้อเพลง
บันทึก
কাজল ভ্রমরা রে

শিল্পীঃRathindranath Roy

ও কি ও বন্ধু

কাজল ভ্রমরা রে

কন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে

ও কি ও বন্ধু

কাজল ভ্রমরা রে

কন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে

যদি বন্ধু যাবার চাও

ঘাড়ের ঘামছা থুইয়া যাও রে

যদি বন্ধু যাবার চাও

ঘাড়ের ঘামছা থুইয়া যাও রে

ও বন্ধু

কাজল ভ্রমরা রে

কন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে

ও কি ও বন্ধু

কাজল ভ্রমরা রে

কন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে

বট বৃক্ষের ছায়া যেমন রে

মুর বন্ধুর মায়া তেমন রে

বট বৃক্ষের ছায়া যেমন রে

মুর বন্ধুর মায়া তেমন রে

ও বন্ধু

কাজল ভ্রমরা রে

কন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে

ও কি ও বন্ধু

কাজল ভ্রমরা রে

কন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে

เพิ่มเติมจาก Rathindranath Roy

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ