তোর চোখের কালো
লাগে আজও ভালো
আটকে থাকি আমি গভীরে
হাওয়াতে ঢেউ খেলানো চুল তোর
সে ভুলে আসে ফিরে ফিরে
নিজের সাথে বলে নেবো
তোর সাথে বলা হাজার কথা
হাসিতে আমি ডুবিয়ে দেবো আজ যত না বলা গোপন ব্যথা
তোকে ছাড়া ঘুম আসে না
তোকে ছাড়া ঘুম
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া মন লাগে না আর
তোকে ছাড়া
তোর নালিশে, আবদার আদরে
স্মৃতি ফেলে আসা বিছানায় সেই চাদরে
মিসডকল তুই বল
কত কথা প্রতিদিন হাতে হাত রেখে
আমরা এই শহরে
ছায়া হয়ে তুই ছিলি রোদ্দুরে
আলো হয়ে সাথী রাতের আঁধারে
যতনে রাখা তোর আঁকা সে ছবি
ফেলে যেটা গেছিস তুই সেদিন এইমনে
তোকে ছাড়া ঘুম আসে না
তোকে ছাড়া ঘুম
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া মন লাগে না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া ঘুম আসে না
তোকে ছাড়া ঘুম
তোকে ছাড়া তর সয় না আর
তোকে ছাড়া
তোকে ছাড়া মন লাগে না আর
তোকে ছাড়া