⫸=====Rifat=====⫷
হায়রে কি গান মাঝি শোনাইল,
হায়রে কি বাঁশি মাঝি বাজাইল,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার মন কাইরা নিল,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার মন কাইরা নিল,
যদি পাইতাম ভালোবাসতাম রে,,,
যদি পাইতাম ভালোবাসতাম রে,,,
কি যাদু আমায় করিল,হায়রে,
কি যাদু আমায় করিল,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার মন কাইরা নিল,
Presented By GAANBRISTY FAMILY-Room-897627
সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গায়,,,
এ ঘাট ঐ ঘাট ঘুরে মাঝি সাম্পান নাও চালায়,
সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গায়,,,
এ ঘাট ঐ ঘাট ঘুরে মাঝি সাম্পান নাও চালায়,
বয়সের কালে রসের পিরিত রে,,,
বয়সের কালে রসের পিরিত রে,,,
চোখের ইশারাতে শিখাইল হায়রে,
চোখের ইশারাতে শিখাইল,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার মন কাইরা নিল,
Presented By GAANBRISTY FAMILY-Room-897627
ষোল বছর পার হইল হায়রে যৈবন জোয়ার গায়,,,
খাইতে বইলে খাইতে না পারি করি কি উপায়,
ষোল বছর পার হইল হায়রে,যৈবন জোয়ার গায়,,,
খাইতে বইলে খাইতে না পারি করি কি উপায়,
যদি পাইতাম জিজ্ঞেস করতাম রে,,,
যদি পাইতাম জিজ্ঞেস করতাম রে,,,
দেওয়ানা কেন বানাইল হায়রে,
দেওয়ানা কেন বানাইল,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার মন কাইরা নিল,,,
হায়রে কি গান মাঝি শোনাইল হায়রে,
কি বাঁশি মাঝি বাজাইল,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার মন কাইরা নিল,,,
কর্নফুলীর সাম্পানওয়ালা আমার
⫸=ধন্যবাদ=⫷