শিরোনাম:- পাঁচতলাতে শান্তি নাইরে।
শিল্পী:- লিতা সরকার।
বাউল গান।
⫸=====Rifat=====⫷
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
আমার এই জীবনে সুখ হইল না
মরিলাম প্রেমও জ্বালায়,
আমার এই জীবনে সুখ হইল না
মরিলাম প্রেমও জ্বালায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
Presented By GAANBRISTY FAMILY-Room-897627
এই জগতে ভালবাসা নাই,,
র্স্বাথের পিছে সকল মানুষ ঘুইরা বেড়ায় ভাই,
এই জগতে ভালবাসা নাই,,
র্স্বাথের পিছে সকল মানুষ ঘুইরা বেড়ায় ভাই,
ওরে একটু খানি ভাইবা দেখেন
আপন নাই কেউ দুনিয়ায়,
This Track Arranged By Rifat-LRB
ওরে একটু খানি ভাইবা দেখেন
আপন নাই কেউ দুনিয়ায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
Presented By GAANBRISTY FAMILY-Room-897627
আমার দুঃখ, শুনবার মানুষ নাই,,
দুক্ষে পইরা, যেই ডাল ধরি সেই ডাল ভাইঙ্গা যায়,
আমার দুঃখ, শুনবার মানুষ নাই,,
দুক্ষে পইরা, যেই ডাল ধরি সেই ডাল ভাইঙ্গা যায়,
আমার মনের দুঃখ মনে লইয়া
কান্দি বইসা নদীর কিনারায়,
This Track Arranged By Rifat-LRB
আমার মনের দুঃখ মনে লইয়া
কান্দি বইসা নদীর কিনারায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
Presented By GAANBRISTY FAMILY-Room-897627
কান্তে কান্তে চোখে নাই পানি,,
দুক্ষের কপাল লইয়া কবে মইরা যাই জানি,
কান্তে কান্তে চোখে নাই পানি,,,
দুক্ষের কপাল লইয়া কবে মইরা যাই জানি,
ওরে না বুইঝা কেউ প্রেম কইরো না
ধরি সবার হাতে পায়,
This Track Arranged By Rifat-LRB
ওরে না বুইঝা কেউ প্রেম কইরো না
ধরি সবার হাতে পায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
আমার এই জীবনে সুখ হইল না
মরিলাম প্রেমও জ্বালায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
পাঁচতলাতে শান্তি নাইরে
শান্তি আছে গাছতলায়,
⫸=ধন্যবাদ=⫷