বুঝি নাই রে আপন মানুষ যাইবো একদিন চলে
বুঝি নাই রে আপন মানুষ যাইবো একদিন চলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
বুঝি নাই রে আপন মানুষ যাইবো একদিন চলে
বুঝি নাই রে আপন মানুষ যাইবো একদিন চলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ছাইড়া যদি যাবি রে তুই কেন দিলি মন,,,
আমার বুকটা খালি করে কারে করলি আপন
ও~ ছাইড়া যদি যাবি রে তুই কেন দিলি মন,,,
আমার বুকটা খালি করে কারে করলি আপন
বুকে জলে চিতার দহন তুই বন্ধুয়া মূলে
বুকে জলে চিতার দহন তুই বন্ধুয়া মূলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
তোর পিরিতে অন্ধ ছিলাম করিয়া বিশ্বাস
তুই ছিলি মোর বাঁচা মরা ছিলি রে নিঃশ্বাস
ও~তোর পিরিতে অন্ধ ছিলাম করিয়া বিশ্বাস
তুই ছিলি মোর বাঁচা মরা ছিলি রে নিঃশ্বাস
কাঁচা ছাইড়া দিলি উড়াল বলনা কোন কৌশলে
কাঁচা ছাইড়া দিলি উড়াল বলনা কোন কৌশলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
আপন মানুষ পর হইলি সাজিয়া পাষাণ
আব্দুল মোকিত তোর কারনে দিলোরে কুলমান
ও~ আপন মানুষ পর হইলি সাজিয়া পাষাণ
আব্দুল মোকিত তোর কারনে দিলোরে কুলমান
জ্বালাইলি তোর মনের মত পিরিতের অনলে
জ্বালাইলি তোর মনের মত পিরিতের অনলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে
ভেতরেও জ্বলে আগুন বাহিরে ও জ্বলে