menu-iconlogo
huatong
huatong
avatar

Cole Geco Tate Ki

Rj Ray Hanhuatong
tsoytaqshuatong
เนื้อเพลง
บันทึก
চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায় (২)

লোকে আমারে শুধায়...

ভালোবাসা কারে কয়?

বোলো না... (২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

শুভদৃষ্টির বিনিময়ে বলে ভালোবাসা হয়

লোকে তারে ভালোবাসা কয় (২)

লোকে আমারে শুধায়...

ভালোবাসা কারে কয়?

বোলো না...(২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

এই কণ্ঠ যতদিন গান গেয়ে যাবে

ততদিন গেয়ে যাবে সুরের মূর্ছনায় (২)

যা হবার তাই আজ হবে

এত ভেবে কি হবে ?

বোলো না...(২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

লোকে আমারে শুধায়...

ভালোবাসা কারে কয়?

বোলো না...(২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

เพิ่มเติมจาก Rj Ray Han

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ