menu-iconlogo
huatong
huatong
rubel-khandakar-prem-hoye-gelo-cover-image

Prem Hoye Gelo

Rubel Khandakarhuatong
𝙎𝘼𝘿𝘿𝘼𝙈♥⃝🇧🇩𝘽𝘿𝙎,huatong
เนื้อเพลง
บันทึก
আমি ফুল ছিঁড়ে ভুল করেছি

কাঁটার আঘাত পেয়েছি

সেই ব্যথা ভুলেছি তোমার

খুশি যখন দেখেছি

ও আমি একটা গানও লেখেছি

সেই গানে সুর বেঁধেছি

সেই সুরে ভাসিয়ে তোমার

মনের দখল নিয়েছি

ও প্রেম,, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম,, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম,,,প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম,, প্রেম হয়ে গেলো রে,,,

আর বাঁধা দেবে কে এসে,,

যদি লিখি তোমার কথা

ফুরিয়ে যাবে ডায়েরি পাতা

কলম কালি উরে যাবে

লিখতে লিখতে আংগুল ব্যথা

যদি লিখি তোমার কথা

ফুরিয়ে যাবে ডায়েরি পাতা

কলম কালি উরে যাবে

লিখতে লিখতে আংগুল ব্যথা

ও আমি সেই ব্যথাও ভুলেছি

তোমায় যখন পেয়েছি

আর কি লাগে এক জিবনে

তোমায় ভালোবেসেছি

ও প্রেম, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে,

দে রা রি রা রা রা দে রা রি রা

তোমার হাত টা যখন ধরেছি

মন কে কথা দিয়েছি

ছাড়বো না হাত মরন কালেও

তোমায় বুকে রেখেছি

ও আমি চাই না বাড়ি গাড়ি আর

তোমায় পেলে চলবে আমার

অল্প আলো থাকনা ঘরে

বিলাসী তার কি দরকার

ও প্রেম, প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম,,,প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম,,,প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

ও প্রেম,,,প্রেম হয়ে গেলো রে

আর বাঁধা দেবে কে এসে

เพิ่มเติมจาก Rubel Khandakar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ