menu-iconlogo
logo

মাটি হব মাটি Mati Hobo Mati

logo
เนื้อเพลง
গান:মাটি হব মাটি

শিল্পী:রুমি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাটি

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাটি

মাওলা ছাড়া কেউ নাইরে

মাওলা ছাড়া কেউ নাই

মাওলা ছাড়া কেউ নাইরে

মাওলা ছাড়া কেউ নাই

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাটি

কলেমা শাহাদাত পড়ো উচ্চস্বরে

মাবুদ যেন তোর আজাব একটু কম করে

কলেমা শাহাদাত পড়ো উচ্চস্বরে

মাবুদ যেন তোর আজাব একটু কম করে

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাট

দুই টুকরা তুলা দিও নাকেরও ভেতরে

গোসল করাইয়ো আমায় পরিষ্কার করে

দুই টুকরা তুলা দিও নাকেরও ভেতরে

গোসল করাইয়ো আমায় পরিষ্কার করে

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

আতর আনো, লোবান আনো

সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাটি

ওরে মাটি হব মাটি

কেন কর কান্নাকাট

মাটি হব মাটি Mati Hobo Mati โดย Rumi – เนื้อเพลง & คัฟเวอร์