menu-iconlogo
huatong
huatong
avatar

Kore dhuk dhuk

RunaLailahuatong
BD🇧🇩NOYONhuatong
เนื้อเพลง
บันทึก
MUSIC

করে ধুক ধূক এই ভীরু ভীরু বুক

দুটি চঞ্চল চোখ কারে চায়

হায়রে হায়রে হায় হায়

লজ্জায়

মরি লজ্জায়

এত কাছে এসো না মরে যাবো ও

নিঃশ্বাসে ছুইয়োনা পুরে যাবোওওও ২বার

কি জানি কি হয়

লাগে যে ভয় ভয়

কিছু দিতে কিছু নিতে

এসেছে সময়

বেজে জোর জোর জোর

দুটি পায়ের নূপুর

আহা সকাল দুপুর তারে চায়

হায়রে হায়রে হায় হায়

লজ্জায়

মরি লজ্জায়

হাত দুটি ধরোনা জ্বলে যাবো ও

নেশা চোখে চেওনা গলে যাবো ওওও ২বার

অঙ্গেতে বার বার

উঠেছে ঝংকার

তুমি বল একি হল

জীবনে আমার

বেজে ঝন ঝন ঝন

দুটি হাতের কাঁকন

সে যে যখন তখন

তারে চায়

হায়রে হায়রে হায় হায়

লজ্জায়

মরি লজ্জায়

করে ধুক ধুক এই ভীরু ভীরু বুক

দুটি চঞ্চল চোখ কারে চায়

হায়রে হায়রে হায় হায়

লজ্জায়

মরি লজ্জায়।

เพิ่มเติมจาก RunaLaila

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ