menu-iconlogo
huatong
huatong
avatar

O Amar Bondhu Go

RunaLailahuatong
rexraycerhuatong
เนื้อเพลง
บันทึก
চির সাথী পথ চলার

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

তুমি আমারই বলবো শতবার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ।

তুমি আমারই হায় বলবো শতবার.

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

เพิ่มเติมจาก RunaLaila

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ