M:প্রেম করেছ তুমি, মন দিয়েছি আমি
প্রেম করেছ তুমি, মন দিয়েছি আমি
তবে কেন এতো অভিমান
তুমি বিনে বাঁচে না এ প্রাণ
এ..এ.. তুমি বিনে বাঁচে না এ প্রাণ
প্রেম করেছ তুমি, মন দিয়েছি আমি
তবে কেন এতো অভিমান
তুমি বিনে বাঁচে না এ প্রাণ
এ..এ.. তুমি বিনে বাঁচে না এ প্রাণ
প্রেম করেছ তুমি।
F:প্রেম ডোরে বেধো না আমায়
এত ভাল..বেসো না আমায়
দুরুদুরু কাঁপে যে বুক মনে লাগে ভয়
M:ভয় করো না ভালবেসে
চলে যেও না কাছে এসে
করো না প্রেমের অপমান
F:অ..অ..অ..অ..অ
M:তুমি বিনে বাঁচে না এ প্রাণ।
F:অ.. অ.. অ
M:তুমি বিনে বাঁচে না এ প্রাণ
প্রেম করেছ তুমি।
M:পদ্ম চোখের নীল যমুনায়
ঝাঁপ দিয়েছি যাব মোহনায়
চুপি চুপি বলো কিছু গোপন ইশারায়
F:ভীরু মনের ছোট্ট ঘরে
ঘরে আগুন নেভে নারে
করি যে শুধুই আনচান
M:তুমি বিনে বাঁচে না এ প্রাণ।
F:অ.. অ.. অ..
M:তুমি বিনে বাঁচে না এ প্রাণ।
F:মন দিয়েছি আমি, তাই প্রেম করেছ তুমি
মন দিয়েছি আমি, তাই প্রেম করেছ তুমি
M:তবে কেন এতো অভিমান
F:অ.. অ.. অ
M:তুমি বিনে বাঁচে না এ প্রাণ
F:অ..অ..
তুমি বিনে বাঁচে না এ প্রাণ
M:এ..এ..
তুমি বিনে বাঁচে না এ প্রাণ।